Logo
×

Follow Us

বিনোদন

হিরো আলমকে ছেড়ে গেছেন মডেল নুসরাত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২২, ১৭:২৮

হিরো আলমকে ছেড়ে গেছেন মডেল নুসরাত

হিরো আলম ও মডেল নুসরাত। ছবি- সংগৃহীত

আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম। ভিডিও চিত্র বানিয়ে রাতারাতি হয়েছেন ভাইরাল।

মিউজিক ভিডিও বানাতে গিয়েই তার পরিচয় হয় মডেল নুসরাত জাহানের সাথে। তারপর নিজের প্রথম স্ত্রীকে বাদ দিয়ে প্রেম করে নুসরাতকে বিয়ে করেন।

তাকে নিয়েই সংসার চলছিল হিরো আলমের। তবে এতে যেন হঠাৎ বিষাদের সুর। সম্প্রতি নাকি আলমকে ডিভোর্স দিয়েছেন তার স্ত্রী মডেল নুসরাত জাহান। এমন কথাই জানিয়েছেন নুসরাত।

তিনি বলেন, গত রমজানে আমি তাকে (হিরো আলম) ডিভোর্সের চিঠি পাঠিয়েছি। এখন আমরা আলাদা থাকছি। তার সঙ্গে আসলে আমি সুখী ছিলাম না, সেও আমার সঙ্গে সুখী না। দুজনই অসুখী জীবন যাপন করছিলাম। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

হিরো আলম বলেন, বছর খানেক ধরেই তো আমার সংসার ভেঙে যাচ্ছে বলে নিউজ হয়েছে। কই এখনো তো ভাঙল না। মাঝে কিছুদিন স্ত্রীর সঙ্গে রাগ অভিমান ছিল। প্রতিটি সংসারেই কিছু না কিছু ঝামেলা থাকে। আমার বেলাও তাই হয়েছে। কিন্তু সেটা আবার ঠিক হয়েও গেছে।

আমার সংসার ভাঙেনি। আমরা ঠিক আছি। সামনে আমরা একসঙ্গে আবারও কাজ করব।

এদিকে সম্প্রতি একটি গাড়ি কিনেছেন হিরো আলম। আর সেই গাড়ি কেনা নিয়ে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে মিস করছেন বলে জানান তিনি।

এর আগেও বগুড়ায় সুমি বেগম নামের এক নারীকে বিয়ে করেন হিরো আলম। সেই সংসারে তাদের দুই সন্তানও রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫