বছরের শুরুতেই নতুন সিনেমায় ববি

ঢালিউডের সুন্দরী নায়িকা ইয়ামিন হক ববি। দেশে করোনাভাইরাস হানা দেওয়ারও আগে থেকে রুপালি পর্দায় তার দেখা নেই। সতর্কতার কারণে করোনার মধ্যে তিনি কোনো শুটিং করেননি। সেই হিসেবে দীর্ঘদিন তার কোনো সিনেমা মুক্তি পায়নি।

ইয়ামিন হক ববি। ছবি: ফেসবুক

সম্প্রতি নতুন বছরে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মূলত গ্রাম এবং শহরের দুইজন নারীর শেকল ভাঙার গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এতে সংগ্রামী নারীর ভুমিকায় দেখা যাবে ববিকে।

‘মেঘনা কন্যা’ শিরোনামে এই সিনেমাটি পরিচালনা করবেন ফুয়াদ চৌধুরী। এস জে মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হবে এটি।

ইয়ামিন হক ববি। ছবি: ফেসবুক

নতুন সিনেমাটি নিয়ে ববি গণমাধ্যমকে বলেন, ‘নারী প্রধান গল্পের এ সিনেমায় এর আগেও অভিনয় করেছি। সেটি ছিল ‘বিজলী’। ‘মেঘনা কন্যা’ও নারী প্রধান গল্প। নারীদের সংগ্রামের গল্প। শেকল ভেঙে তাদের এগিয়ে যাওয়ার গল্প। এমন গল্পের প্রতি বরাবরই আমার দুর্বলতা কাজ করে। সিনেমাটিতে নতুন ববিকে পাবেন দর্শকেরা।’

ইয়ামিন হক ববি। ছবি: ফেসবুক
প্রসঙ্গত, ববি ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাজ্জাদ হোসাইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই। আগামীকাল বুধবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে সিনেমাটির ঘোষণা ও সকল শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানায় নির্মাণ সূত্র।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //