গত বছরের ১০ জানুয়ারি আলোচিত তারকা দম্পতি রাজ-পরীমণি জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন তারা। একই দিনে ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সারেন তারা। আর তাই বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিয়েছেন এ দম্পতি।
বিয়ের এক বছরে দাম্পত্য কলহ প্রকাশ্যে এনেছেন এ তারকা দম্পতি। তবে ভক্তদের জন্য সুখবর হলো, আপাতত সুখেই দিন কাটাচ্ছেন রাজ-পরী। আর বিবাহবার্ষিকী হিসেবে রবিবার (২২ জানুয়ারি) দিনটাকে যে তারা একটু বিশেষভাবেই দেখছেন, সে বিষয়েও কোনো সন্দেহ নেই।
আর সেটিরই ইঙ্গিত মিলেছে রাজ-পরীর ফেসবুক পোস্টে। বিবাহবার্ষিকীর প্রথম প্রহরেই স্বামীকে শুভেচ্ছা জানান পরী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। তোমাকে ভালোবাসি রাজ।’
অন্যদিকে, রবিবার (২২ জানুয়ারি) দুপুরে ফেসবুকে পোস্ট করেন শরীফুল রাজ। পরীর বেবি বাম্পসহ কক্সবাজার ভ্রমণের একটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লেখেন, ‘প্রিয় ভালোবাসার বউ, অসাধারণ একটি বছর পার করলাম আমরা। কিছু স্মৃতি রোমাঞ্চকর, উত্তেজনার, কিছু ভোলার মতো নয়, সারাজীবন মনে রাখার মতো। আমার স্মৃতিগুলো কেবল আমার ভেতরেই আছে, তারা কোনো জিনিস বা স্থান নয় যে, আমি তাদেরকে কোথাও নিয়ে যাব। তোমার সঙ্গে আমার দারুণ স্মৃতি আছে এবং আমরা প্রতিদিনই বেড়ে উঠছি পরী। হ্যাপি অ্যানিভার্সারি মাই লেডি।’
উল্লেখ্য, গত বছরের ১০ আগস্ট এ দম্পতির ঘরে আসে ছেলে সন্তান। নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পরীমণি শরীফুল রাজ রাজ-পরী
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh