Logo
×

Follow Us

ঢালিউড

শাবনূরের পোস্টে বিষাদের সুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১৪:২০

শাবনূরের পোস্টে বিষাদের সুর

চিত্রনায়িকা শাবনূর।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বাংলা চলচ্চিত্রে তার অনেক সিনেমা আজও সিনেমা প্রেমিদের মনে দোলা দিয়ে যায়; কিন্তু অনেকদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন তিনি। বর্তমানে ছেলে ও ভাইবোনের সঙ্গে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়।

সিনেমায় না থাকলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি এক বিন্দুও। দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও তিনি তার ভক্ত অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ার বরাতে বার্তা শেয়ার করেন হরহামেশাই। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে তার ফেসবুকে একটি পোস্ট করেছেন শাবনূর। যা দেখে রীতিমত অবাক হয়েছেন তার ভক্ত অনুরাগীরা। ফেসবুক পোস্টে পাওয়া গেলো বিষাদের সুর।


ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি’। এমন স্ট্যাটাসের পর তার অনুরাগীরা মন্তব্য করছেন।

একজন লিখেছেন, ‘কি বলেন আপু,,,?? আল্লাহর ভরসা,, দোয়া রইল আপনার জন্য।’ আরেকজন আবার জানতে চেয়েছেন, ‘সেটা কেমন?’

আরেকজন লিখেছেন, ‘ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আপু। সমস্যা সবার জীবনে আসে না, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই নানান কষ্টে রাখেন। মন খারাপ করবেন না।’ তবে তিনি কারো মন্তব্যের উত্তর দেননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫