জমজমাট আয়োজনে হয়ে গেল আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র মহরত। এতে তার সঙ্গী হচ্ছেন অভিনেত্রী তমা মির্জা। পরিচালনা করবেন রায়হান রাফি।
গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে মহরত অনুষ্ঠিত হয়। আফরান নিশো বলেন, বড় পর্দায় কাজের ইচ্ছা ছিলো। তবে সহজ গল্পে কাজ করতে চেয়েছিলাম, ‘সুড়ঙ্গ’ তেমনই। আশা করি, ভালো কিছু হবে।
মজার ছলে তিনি বলেন, বুড়ো বয়সে সিনেমায় নামার চেষ্টা করছি। সবার দোয়া ও সাপোর্ট চাই।
তমা মির্জা বলেন, আমি নিশো ভাইয়ের অনেক বড় ভক্ত। তার সঙ্গে যতবার বসেছি, স্ক্রিপ্ট ও লুক নিয়ে যা জিজ্ঞেস করেছি- তিনি বলেছেন, আমি মুগ্ধ হয়ে শুনেছি।
পরিচালক রায়হান রাফী জানিয়েছেন, আগামী ৫ মার্চ থেকে সিলেটে ‘সুড়ঙ্গ’র শুটিং শুরু হবে। টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করা হবে। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh