দীর্ঘদিনের প্রেমিক ও বাগদত্তা রনি রিয়াদ রশিদের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন বাংলাদেশের গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ফারিয়া।
বিভিন্ন সময় বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে কৌশলে এড়িয়ে যেতেন নুসরাত ফারিয়া। গত বছরের ডিসেম্বরে একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, যার সঙ্গে বাগদান হয়েছে; তার সঙ্গে বিয়ে হচ্ছে না। এবার ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা দিলেন নায়িকা।
ফারিয়া লিখেছেন, তিন বছর আগে এই দিনেই বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টেনেছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুরাগীদের উদ্দেশে তিনি লেখেন, আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, এই কঠিন সময়ে আপনার আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ মার্চ দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সারলেও ওই বছরের জুনে বাগদানের খবর প্রকাশ্যে আনেন নুসরাত ফারিয়া। কথা ছিল, একই বছরের ডিসেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। তবে সেটি বাস্তবে রূপ পায়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নুসরাত ফারিয়া অভিনেত্রী মডেল বাগদান বিচ্ছেদ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh