যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসর মেজর রাস্তা ৫ ঘণ্টা বন্ধ করে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে এই আয়োজন হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও।
সেখানকার প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশের (বাফলা) উদ্যোগে দুই দিনব্যাপী এবারও হবে এই স্বাধীনতা যজ্ঞ। এতে অংশ নেবেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এছাড়া এ আয়োজনে আরও অংশ নেবেন অভিনেতা মীর সাব্বির, গীতিকার জুলফিকার রাসেল, অভিনেতা মাজনুন মিজান, অভিনেত্রী আহম্মেদ, কণ্ঠশিল্পী রেশমী মির্জা ও টিনা রাসেল, মাহফুজা মম, ডালিম, কুমার বড়ুয়ায়াসহ অনেকেই।
আগামী ৬ এবং ৭ মে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি অধ্যুষিত লিটল বাংলাদেশ এলাকায় বসবে এই আয়োজন। আয়োজনটি উপস্থাপন করতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চলক দেবাশীষ বিশ্বাস।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh