জায়েদ খানের বিয়ে নিয়ে নূতনের ভাবনা

ঢালিউডের আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান। অভিনয়ে নিজেকে সেভাবে তুলে ধরতে না পারলেও এফডিসির নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকবার আলোচনার শীর্ষে ছিলেন এ অভিনেতা। তবে নিজেকে প্রমাণ করতে এখনো চেষ্টা করছেন তিনি। 

গত শুক্রবার (১০ মার্চ) ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় ও বায়েজিদ আহমেদ খানের বিয়ের দুটি ছবি ফেসবুকে পোস্ট করে তাদেরকে শুভেচ্ছা জানান জায়েদ খান। 

পোস্টে জায়েদ খান লেখেন, ‘শুভকামনা আল নাহিয়ান খান জয় ও বায়েজিদ আহমেদ খান, নতুন জীবনের জন্য।’

জায়েদের সেই পোস্টে একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন মন্তব্য করেন, ‘আমি আপনার (জায়েদ খান) বিয়ে খাওয়ার জন্য এখনও আমেরিকা যাই না। আল্লাহ্‌ বাঁচালে খেয়ে তারপর যাব।’

তার মন্তব্যের জবাবে জায়েদ খান লেখেন, ‘আপু আমেরিকা থেকে ঘুরে আসুন।’

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, ‘আমি এখনও বুড়ো হইনি। যতক্ষণ পর্যন্ত সংসার না হয়, ততক্ষণ পর্যন্ত আমি ইয়াং। আমি আমার জীবনটা উপভোগ করছি।’

তার সমবয়সী ও জুনিয়র শিল্পীরা সংসার শুরু করলেও এখনও এ নায়কের বিয়ের সানাই বাজেনি। ফলে তিনি যেখানেই যান, সেখানেই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন!

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //