পুলিশের কাছে মেডেল চাইলেন হিরো আলম

হঠাৎই আলোচনায় আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা। দুবাইয়ে তার স্বর্ণের দোকান উদ্বোধন করতে সাকিব আল হাসান ও হিরো আলমসহ তারকাদের ছুটে যাওয়ার খবর এখন পুরনো। আরাভ যে পুলিশ কর্মকর্তা খুনের মামলার পলাতক আসামি সামনে এসেছে তাও। যদিও দুবাইয়ে তার বিপুল অর্থের মালিক আসলে কে তা নিয়ে রয়ে গেছে রহস্য। চলছে নানা গুঞ্জন।

এদিকে, ওইদিনের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন বিশেষ করে সাকিব আল হাসান ও হিরো আলমকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করার কথাও জানিয়েছিলেন ডিবি পুলিশ। 

তবে এ ব্যাপারে হিরো আলম বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমরা দুবাই যাওয়ার কারণেই পুলিশ জানতে পেরেছে আরাভ খান খুনের মামলার আসামি। এই জন্য আমাদেরকে পুলিশের পুরস্কৃত করা উচিত, মেডেল দেওয়া উচিত।

আজ রবিবার (১৯ মার্চ) দুবাই থেকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান হিরো আলম।

আরাভের সঙ্গে কত দিনের সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, অনেক দিন আগে থেকে তার সঙ্গে আমার পরিচয়। তিনি মাঝে মাঝে আমার কাজে ইনভেস্ট করতে চাইতেন। সেই থেকেই পরিচয়।

আরাভ খুনের মামলার পলাতক আসামি, সেটা জানতেন কি না- প্রশ্ন করলে হিরো আলম বলেন, আমরা দুবাই যাওয়ার আগে জানতাম না যে তিনি মার্ডার কেসের আসামি। আমরা খবরটি জেনেছি গত ১৩-১৪ তারিখ। তখন তো আমরা চলেই গেছি।

তিনি বলেন, পুলিশ এ বিষয়ে আমাকে সতর্ক করেনি। পুলিশ সতর্ক করলে আমি দুবাই যেতাম না। পুলিশ যদি আগে থেকেই বিষয়টি জানতো, তাহলে ঢাকা বিমান বন্দরে আমাকে আটকাতে পারতো। পুলিশ সেটা না করে যদি এখন আমাদেরকে দোষ দেয়, তাহলে সেটা পুলিশের অন্যায়। আমি বলবো, দুবাই গিয়ে আমরা অন্যায় করিনি। পুলিশ আমাদেরকে বিষয়টি না জানিয়ে অন্যায় করেছে।

আরাভের স্বর্ণের দোকান উদ্বোধন করে কত টাকা পেয়েছেন জানতে চাইলে হিরো আলম বলেন, খুব বেশি টাকা পাইনি। খুব সামান্য পেয়েছি। এই টাকায় ঈদে গরিব-দুঃখীদের সেমাই-চিনি কিনে দেবো।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //