সনাতন ধর্মাবলম্বী হয়েও প্রতি বছরের রমজানে ইফতার করেন ঢালিউড চিত্রনায়িকা ও সুপার মডেল বিদ্যা সিনহা মিম। এবারো তার ব্যতিক্রম হলো না।
আজ শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজানে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করে অনুরাগীদের মাঝে ছড়িয়ে দিলেন সম্প্রীতির বার্তা।
ঢাকাই সিনেমার এই নায়িকা ফেসবুকে ইফতারির ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, First ramadan spent in warmth & peace (প্রথম রমজান উষ্ণতা ও শান্তির মধ্যে কেটেছে)।
পোস্ট করা ছবিতে বাবা-মায়ের সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন স্বামী সনি পোদ্দারসহ পরিবারের কয়েকজন সদস্যও।
ছবিতে দেখা যায়, মিমের সপরিবার শামিল হয়েছেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে আছেন মিম।
মিমের এই ছবি নেটিজেনদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে এসে সবাই প্রশংসা করছেন এই নায়িকার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh