সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগ তুলেন শাকিব খান। একই সঙ্গে বুবলীর ৩ কোটির ফ্ল্যাট ও ৫৬ লাখের গাড়ি কেনার অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এবার সেই প্রশ্নের জবাব দিলেন বুবলী।
সংবাদমাধ্যকে বুবলী বলেন, ‘আমি অনেক বছর ফিল্ম করছি, তার আগে নিউজ পড়েছি, অনেক কালচারাল প্রোগ্রাম করি, বিভিন্ন ওপেনিং শো করি, বিজ্ঞাপন করি, এত বছর সম্মানের সঙ্গে কাজ করে আমার নিজ সামর্থ্য আর পরিবারের হেল্প নিয়ে যতটুকু থাকার ঠিক ততটুকুই আছে। আমার গাড়ির কথা উনি বলছেন সেটা ব্যাংক লোন নিয়ে নেয়া। সব লোনের কাগজ আমার কাছে আছে। যে শোরুম থেকে নেয়া সেই শোরুম উনি নিজেও চিনেন।
তিনি আরও বলেন, ‘আমার বাসার কথা উনি বলেছেন- যেটাতে আমি আম্মু, আব্বু, শেহজাদ, আমার ছোট ভাইসহ পরিবার নিয়ে থাকি। এই বাসা আমার নামেও না, কারণ এটাও লোন নিয়ে করা। আমি আমার সিনেমা আর বিজ্ঞাপন থেকে কিছু টাকা দিয়ে কিছুটা পরিবার থেকে হেল্প নিয়ে বাকিটা লোন করে গাড়ি কিনেছি। গাড়ি আর বাসার প্রতি মাসের ইনস্টলমেন্টের হিসাব আমার কাছে আছে। আমি এত বছর কাজ করে লোন করে কিছু করতে গেলেও সমস্যা?’
এ পাল্টা প্রশ্ন রেখে এই চিত্রনায়িকা বলেন, ‘আমার আর সন্তানের জন্য তো আমাকে কাজ করতে হয় কারণ সব দায়িত্ব আমার একার। উনি এসবেও নোংরামি করতে চান? তাহলে নিজে কেন কোনো দায়িত্ব নেননি?’
প্রসঙ্গত, গতকাল রবিবার এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘শেহজাদকে জন্ম দেয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল। যা মিডিয়াসহ সবাই জানে। একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শাকিব খান শবনম বুবলী ঢালিউড ৩ কোটির ফ্ল্যাট
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh