অভিনেত্রী তানিয়া আহমেদ। বিনোদন অঙ্গনে দীর্ঘ পথচলা তার। বর্তমানে অভিনয় ও উপস্থাপনায় ব্যস্ত তিনি। নিজের কাজ নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। সাক্ষাৎকার নিয়েছেন মোহাম্মদ তারেক।
এ সময়ে কী নিয়ে ব্যস্ত আছেন?
রায়হান খানের নির্দেশনায় একটি সিনেমার কাজ করেছি। সিনেমার নাম ‘এক্সকিউজ মি’ (পরবর্তীতে নাম ঠিক করা হয়েছে ‘পায়েল’)। এখানে আমার সহশিল্পী ভাবনা, রোশান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। এখন আমেরিকা আছি। ফিরে এসে ‘আজকের অনন্যা’য় অংশগ্রহণ করব।
আপনার উপস্থাপনায় ‘আজকের অনন্যা’তো যুগ পার করল?
প্রায় এক যুগ ধরে অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খেলা বা এ জাতীয় কিছু থাকলে অনুষ্ঠানটি বন্ধ রাখত। এখন তা করে না। আগে ছয় মাস পর পর শুটিং হতো। এখন ৩ মাস পর পর শুটিং করতে হয়। অনুষ্ঠানটি নিয়ে সবার প্রশংসা শুনি। বিশেষ করে নারীরা খুব পছন্দ করেন।
আপনাকে সর্বশেষ কয়েকটি ওয়েব ফিকশনে দেখা গেছে। সে হিসাবে টেলিভিশন, সিনেমা ও ওয়েব প্ল্যাটফরমে কাজের অভিজ্ঞতা হয়েছে। তিনটি মাধ্যমের পার্থক্য কী মনে হয়?
তিনটি মাধ্যমের পার্থক্য ফ্রেমিংয়ে। প্রতিটি মাধ্যমের আলাদা বৈশিষ্ট্য আছে। যাত্রার সঙ্গে যেমন থিয়েটার মিলবে না, তেমন বিষয়টা। যারা সহজে বিষয়টি মেনে নিতে পারে তাদের জন্য কাজ সহজ। আমরা যখন নিয়মিত কাজ করতাম তখন চ্যানেল ছিল কম। অল্প কাজ হতো। দর্শক সেগুলো মনে রাখতেন। এখন অনেক চ্যানেল। সব নাটক দর্শকের পক্ষে দেখা সম্ভব হয় না। ইদানিং সুন্দর গল্পের নাটকও হচ্ছে। চল্লিশটি কাজের মাঝে চারটি ভালো কাজ তো হচ্ছেই। যারা ভিউর পেছনে ছুটছে তাদের মানুষ মনে রাখে না। অথচ এখনো দেখা হলে দর্শক আমার পুরনো কাজের কথা বলে। আমার কাছে তাই ভিউ কখনোই ফ্যাক্ট ছিল না। পাঁচশ ভিউর চেয়ে পাঁচ জন যদি আমৃত্যু আমাকে মনে রাখে, পছন্দ করে; তা হলেই আমি স্বার্থক।
বর্তমানে ভিন্নধর্মী চরিত্রে আপনাকে দেখা যাচ্ছে। এ বিষয়ে কী বলবেন?
পরিচালকরা আমাকে ভার্সেটাইল চরিত্রে কাস্ট করছেন। ‘উনিশ বিশ’ কাজটি দেখে দর্শকরা বেশ প্রশংসা করেছেন। তারা বলেছেন— আমি দারুণভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছি। আবার ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের কাজটিও ছিল অন্যরকম। রায়হান খানের সিনেমাটিতে ব্রথেলের মালিকের চরিত্রে অভিনয় করছি। সুমন ধরের গল্পটিও অন্যরকম। শাফায়েত মনসুর রানার ‘অদৃশ্য’ ওয়েব ফিকশনেও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি।
আপনি কয়েক বছর আগে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ‘ভালোবাসা এমনই হয়’ প্রশংসিত হয়েছিল। ফের কবে নির্মাণে ফিরছেন?
আমি এখন অভিনয়ে অনেক সময় দিচ্ছি। পরিচালনা করলে নিজে অভিনয় করি না। তখন মানুষ বলত- অভিনয় দেখতে চায়। দুটো কাজ একসঙ্গে করতে চাই না। আরও কিছুদিন অভিনয় করি, তার পর নির্মাণে ফিরব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : তানিয়া আহমেদ অভিনেত্রী সাক্ষাৎকার বিনোদন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh