Logo
×

Follow Us

ঢালিউড

বাজারে সবচেয়ে কম দামি জিনিস হচ্ছে মানুষ: ওমর সানী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১৬:০৯

বাজারে সবচেয়ে কম দামি জিনিস হচ্ছে মানুষ: ওমর সানী

চিত্রনায়ক ওমর সানী। ছবি: সংগৃহীত

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। প্রায়শই ব্যক্তিগত, পারিবারিক ও সমসাময়িক বিভিন্ন ইস্যু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। পাশাপাশি দেশের সাধারণ মানুষের সমস্যার কথাও তুলে ধরেন এই নায়ক।

বেশ কয়েক মাস ধরে ফেসবুকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে তাকে। তবে এবার নিত্যপণ্যের সামনে মানুষকে মূল্যহীন হিসেবে উপস্থাপন করেছেন তিনি। মঙ্গলবার (৭ নভেম্বর) ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাজারে সবচেয়ে কম দামি জিনিসের নাম হচ্ছে মানুষ।’

ওমর সানীর এই বক্তব্যের সঙ্গে অবশ্য একমত পোষণ করেছেন অনেক নেটিজেন। মন্তব্যের ঘরে অভিনেতা রাসেল লিখেছেন, ‘অধিকাংশ খেটে খাওয়া পরিশ্রমী মানুষের কথা বলেছেন বড় ভাই।’ এছাড়াও অনেকে তাদের মতামত জানিয়েছেন সেখানে। তবে কারও মন্তব্যে সাড়া দিতে দেখা যায়নি এ নায়ককে।


এর আগে, গত ১৭ সেপ্টেম্বর নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব? আর পারছি না রাষ্ট্র।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫