Logo
×

Follow Us

ঢালিউড

যেটা খেলতে মন চায় খেলো, তবে ভদ্রতা বজায় রেখে: ডিপজল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ১৯:৫৬

যেটা খেলতে মন চায় খেলো, তবে ভদ্রতা বজায় রেখে: ডিপজল

শিল্পী সমিতির বর্তমান কমিটির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলকে ফুল দিয়ে বরণ করে নেন শিল্পীরা। ছবি: সংগৃহীত

গত ১৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। নিপুণের হঠাৎ এমন আচরণে গত দুইদিন পর এবার মুখ খুলেছেন কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজল।

ডিপজল বলেন, ‘যার কথা (নিপুণ) আপনারা বললেন, তিনি তো বাপকেই অস্বীকার করেন। রক্তের সমস্যা না হলে কেউ এমন করতে পারে না। কারণ, যার জন্য তার মুখ সবাই চিনল তাকেই আবার তিনি ভুলে যান! দুনিয়াতে আর কি দেখব? ‘মামলা খেলবা? আসো। যেটা খেলতে মন চায় সেটাই খেলো কিন্তু সেটা যেন হয় ভদ্রতা বজায় রেখে।’

ডিপজল বলেন, ‘এইসব নোংরা কাজ করতে করতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এটা আর যেন ধ্বংসে পথে যেন না যায় সেজন্য যে কাজ করা দরকার আমাদের সেটাই করতে হবে। সবাই সুন্দর ও ধৈর্য ধরে কাজ করলে আমাদেরই লাভ।’

গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের ফল মেনে নিয়ে নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। কিন্তু হঠাৎই ১৫ মে নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত এই সাধারণ সম্পাদক প্রার্থী। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫