Logo
×

Follow Us

বিনোদন

তমা-মিষ্টিকে এক করলেন মিশা

Icon

প্রকাশ: ২৮ মে ২০২৪, ২২:২৩

তমা-মিষ্টিকে এক করলেন মিশা

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও ডিএ তায়েবের সাথে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ও তমা মির্জা। ছবি: সংগৃহীত

মানহানিকর মন্তব্য করেছেন এমন অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আরেক ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা তমা মির্জা। এরই প্রেক্ষিতে পাল্টা ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তমা মির্জাকে আইনি নোটিশ পাঠান মিষ্টি। 

এ নিয়ে গত কয়েকদিন নেটিজেনরা সরগরম। বিষয়টি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের নজরে আসলে আজ মঙ্গলবার (২৮ মে) বিকালে শিল্পী সমিতির কার্যালয়ে তমা-মিষ্টিকে ডেকে দুই নায়িকার দ্বন্দ্বের অবসান করেন তিনি। 

এ বিষয়ে তমা মির্জা বলেন, ‘মিষ্টি আমার ছোট বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের উপর নির্ভরশীল, তাই আমরা আমাদের সংগঠন শিল্পী সমিতির কার্যালয়ে বসে ভুল বোঝাবুঝির অবসান করেছি।’

তমার সঙ্গে সুর মিলিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের মধ্যে কিছুটা ভুল-ভ্রান্তি হয়েছিল। সেই বিষয়ে আমিও ক্ষমাপ্রার্থী। আমাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে সমঝোতা করলাম।’ 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫