
মুক্তি পাওয়া ৫ সিনেমার পোষ্টার। ছবি: সংগৃহীত
প্রতি বছর ঈদ আসতেই দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায় একাধিক সিনেমা। ঈদের ছুটিতে দেশের প্রেক্ষাগৃহে তুলনামূলক দর্শকের আনাগোনা বেড়ে যায় বছরের অন্য সময় থেকে। এ কারণেই এ সময় সিনেমা মুক্তির তালিকা বেশ বড় থাকে। তবে এ বছর ঈদুল আযহায় সিনেমা মুক্তির সংখ্যা কমে গিয়েছে। একসঙ্গে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো পাঁচ সিনেমা। মুক্তির তালিকায় আছে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘আগন্তুক’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘রিভেঞ্জ’ এই পাঁচ সিনেমা।
তুফান: অ্যাকশন ধাঁচের সিনেমা ‘তুফান’। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি দেখা যাবে শাকিব খানকে। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। সম্প্রতি সিনেমাটির গান ‘লাগে উরাধুরা’ মুক্তি পায়। এরপর থেকে দুই বাংলার নতুন করে আলোচিত আসন্ন সিনেমাটি।
রিভেঞ্জ: ২০২১ সালের জুন মাসে শুরু হয়েছিলো ‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং। করোনার লকডাউনের সময় শুটিং বন্ধ থাকলেও পরে শেষ করা হয়। ছবিটি পরিচালনা করেছেন এমডি ইকবাল। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় বুবলী ও জিয়াউল রোশান ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্তসহ অনেকে।
ডার্ক ওয়ার্ল্ড: ঈদের একেবারে নিকট সময়ে এসে মুক্তির তালিকায় যুক্ত হয় মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’। কলকাতার কৌশানীকে দেখা যাবে এই সিনেমায়। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমায় নায়ক হিসেবে আছেন নবাগত মুন্না খান। যিনি মূলত এই সিনেমার প্রযোজক। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, বড়দা মিঠু, শিমুল খান, মারুফ আকিব, ডনসহ অনেকে।
আগন্তুক: এই সিনেমাটিও একেবারে শেষ সময়ে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ আনুষ্ঠানিকভাবে ঈদে মুক্তির ঘোষণা দেয় ১১ জুন। ‘আগন্তুক’-এর প্রধান চরিত্রে আছেন পূজা চেরী ও শ্যামল মাওলা। কামাল হাসানের প্রযোজনায় সিনেমাটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। পূজা-শ্যামল ছাড়াও এতে অভিনয় করেছেন মিলি বাশার, মাসুম বাশার, হিন্দোল রায়, শিখা খান মৌ, শাহেদ আলী সুজন প্রমুখ।
ময়ূরাক্ষী: রাশিদ পলাশ পরিচালিত রহস্যধর্মী চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। প্রধান চরিত্রে চিত্রনায়িকা ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নিরব।