করোনায় আক্রান্ত হয়ে চারদিন হাসপাতালে ভর্তি ছিলেন দেশের ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা। সেখান থেকে চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২২ জুলাই বাসায় ফেরেন তিনি। এবার দেশ ছাড়লেন এই নায়িকা।
এর আগে ববিতা জানিয়েছিলেন, সুস্থ হলেই কানাডায় পাড়ি দেবেন ববিতা। এর মাঝে দেশের পরিস্থিতিও অস্থিতিশীল হয়ে ওঠে। ফলে কিছুদিন সময় নিয়ে অবশেষে উড়াল দিলেন তিনি।
শোনা যাচ্ছে, কানাডায় বসবাস করছেন ববিতার পুত্র অনিক। সেখানেই ছেলের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন নায়িকা। শুক্রবার রাতে ছিল তার ফ্লাইট। যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন, ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। কানাডার উদ্দেশে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।
এর আগে ববিতার ছোট বোন চম্পা নায়িকার করোনা আক্রান্ত হওয়ার খবরটি গণমাধ্যমে জানান। জানা যায়, কয়েক দিন ধরেই শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা। জ্বর ছিল না তার, তবে অস্বস্তি লাগছিল। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ববিতা চলচ্চিত্র নায়িকা ঢাকাই চলচ্চিত্র
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh