ভিডিওতে ঝড় তুললেন মাহিয়া মাহি

কয়েক বছর ধরেই সিনেমায় নিয়মিত নন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা মেলে তার। এবার মাত্র দেড় মিনিটের ভিডিওতে হাজির হয়ে আগুন ঝরাতে দেখা গেল এই নায়িকাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন মাহি। সেখানেই ভিন্নভাবে ধরা দিয়েছেন তিনি। নতুন এই অবতারণা স্পষ্ট জানান দিচ্ছে―ব্যক্তিজীবনে ব্যাপক পরিবর্তন এসেছে তার।

চলতি বছরের শুরু থেকে বিভিন্ন পরিবর্তন আসছে তার জীবনে। রাজনৈতিকভাবে নিজ সমর্থিত দল থেকে মনোনয়ন না পাওয়া, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েও জয়ের দেখা না পাওয়া এবং ব্যক্তিজীবনে বিয়েবিচ্ছেদ; এরপরও এসব তিক্ততা পাশ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন ‘অগ্নি’ খ্যাত নায়িকা।

এবার সেই ঘুরে দাঁড়ানোই দেড় মিনিটের ভিডিওতে দেখতে পেলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকাকে সাদা শার্ট ও কালো প্যান্টে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের পোজ দিতে দেখা গেছে।

ভিডিওটি পোস্ট হওয়ার পরই নজর কেড়েছে নেটিজেনদের। লুফে নিয়েছেন তারা। রিঅ্যাকশন ও কমেন্টের পাশাপাশি শেয়ারও করছেন। মন্তব্যের ঘরে তার রূপ নিয়ে প্রশংসার জোয়ার তুলেছেন কেউ কেউ। তারা বলছেন, নতুনভাবে কামব্যাক করবেন তাদের প্রিয় তারকা। আবার কেউ পুরনো লুকের সঙ্গ বর্তমানের তুলনা করছেন।

শুভাকাঙ্ক্ষীদের এসব প্রতিক্রিয়া অবশ্য বেশ উপভোগ করছেন মাহিয়া মাহি। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি খেয়াল রাখবেন। একইসঙ্গে ভালো প্রজেক্টে সিনেমায় ফিরবেন। আর অবশ্যই বুঝে-শুনে কাজ করবেন তিনি।

উল্লেখ্য, সবশেষ শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় দেখা গিয়েছে মাহিয়া মাহিকে। সিনেমাটিতে প্রথমবারের মতো নায়কের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার নতুন অবতারণায় মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। একইসঙ্গে অভিনয়ের প্রশংসা করেছেন তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh