অনিশ্চয়তায় ওবায়দুল কাদেরের উপন্যাসে নির্মিত সিনেমা ‘গাঙচিল’

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে ২০১৯ সালে একই নামে শুরু হয় চলচ্চিত্র নির্মাণ। তার আগে রাজধানীর একটি ক্লাবে হয় ঘটা করে মহরত।

এতে অভিনয় করেন ফেরদৌস, পূর্ণিমা পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল।

তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোঁজ নেই ওবায়দুল কাদেরেরও। তবে পট পরিবর্তনের আগেই বছর দুয়েক আগে প্রকাশ পেয়েছিল গাঙচিল ছবির পোস্টার।

কিন্তু পোস্টার মুক্তি পেলেও সিনেমা মুক্তি অনিশ্চিত। কবে মুক্তি পাবে জানেন না পরিচালকও। এমনকি সিনেমাটি নিয়ে তিনি কথা বলতেও চাননি।

ছবিটি প্রধান অভিনেতা ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সরকার পরিবর্তনের পর তিনিও আত্মগোপনে আছেন বলে জানা যায়।  

সিনেমাটিতে ফেরদৌসকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে এবং পূর্ণিমা অভিনয় করবেন এনজিও কর্মীর চরিত্রে। এছাড়াও আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh