প্রবাসে বসবাসরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আগামী ৮ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবে এ আসর।
প্রবাসী বাংলাদেশিদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই এই আয়োজন। এ অনু্ষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
তিনি বলেন, ‘বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে যারা দেশ গড়ছেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছেন তাদের সম্মানিত করতে আগামী ৮ ডিসেম্বর আমি আসছি ইনসিয়া রেমিটেন্স ফেয়ার ও রিয়েল হিরো অ্যাওয়ার্ড সিজন থ্রিতে।’’
শাকিব ছাড়াও এ আয়োজনে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, সংগীতশিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান।
এ আয়োজনে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। একইসঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। এছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন তাদেরকেও সম্মানিত করা হবে। এ অনু্ষ্ঠান আয়োজন করবে রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট।
আয়োজকরা বলেন, মালয়েশিয়ার রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে এই প্রথম এত বড় আয়োজন, ‘রেমিট্যান্স ফেয়ার এবং রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। যারা রেমিট্যান্স পাঠিয়ে প্রমাণসহ রেজিস্ট্রেশন করবেন তারাই উক্ত অনুষ্ঠানে ফ্রি এন্ট্রি পাবেন।
এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ড তৃতীয় আসর। প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবার-ই প্রথম মালয়েশিয়ায় অনু্ষ্ঠিত হতে যাচ্ছে অনু্ষ্ঠানটি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh