দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমায় আইশা খান

দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমায় দেখা যাবে ছোটপর্দার অভিনেত্রী আইশা খানকে। আগামী ২৯ শে নভেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘ভয়াল’ সিনেমা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দায়।

সম্প্রতি সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। এরমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমার টিজার।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বিপ্লব হায়দার বলেন, ‘ভয়াল গল্প নির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো, হলে এসে সিনেমা দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।

ইরফান সাজ্জাদ ও আইশা খান

এ সিনেমাতে আইশা খানের সঙ্গে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি বলেন, ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এ গ্রেড তকমা পেলেও সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। সিনেমার শুরুতে এমন কিছু জিনিস দেখানো হয়, সমাজে যা অহরহ ঘটে। সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।

আইশা খান বলেন, ‘পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে ভয়াল। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই থাকছে গল্পে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

 

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : আইশা খান

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh