বিনোদন রিপোর্টার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম
আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
আজ থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’। ১৮টি হলে মুক্তি প্রদর্শন হচ্ছে এটি। চলচ্চিত্র সার্টিফিকেশেন বোর্ড গঠিত হওয়ার পর এ (প্রাপ্তবয়স্কদের জন্য) সনদ পাওয়া সিনেমা এটি। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও গোলাম ফরিদা ছন্দা।
এটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার। গত বছরের ২৯ নভেম্বর শুরু হয়েছিল সিনেমাটির শুটিং।
ঠিক এক বছররে দর্শক সেটি দেখার সুযোগ পাচ্ছে।
সার্টিফিকেশন বোর্ড ‘ভয়াল’ কে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে ‘এ’ সনদ দিয়েছে। তবে এ বিষয়ে কিছুটা দ্বিমত আছে নির্মাতার।
বিপ্লব সরকার বলেন, ‘সিনেমাটিতে কিছু পারিবারিক সহিংসতার দৃশ্য আছে। তারপরও আমি মনে করি, এটি সব দর্শকের উপযুক্ত সিনেমা।’
সিনেমাটি নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘এ সিনেমার মাধ্যমে প্রায়
এত দশক পর আবারও বড় পর্দায় আসছি। সিনেমাটি এতটুকু বলতে পারি, এটি পুরো একটি মৌলিক
সিনেমার গল্প। এখানে দর্শক অনেক কিছু দেখার সুযোগ পাবে। পাহাড়ী অঞ্চলের গল্প নিয়ে সিনেমাটি
নির্মিত হয়েছে। সেদিক থেকেও বলতে পারি সিনেমাটি গল্পে নতুনত্ব আছে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইরফান সাজ্জাদ আইশা খান ভয়াল
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh