বিনোদন রিপোর্টার
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
নতুন বছরেই শুরু হচ্ছে নতুন অধ্যায় চিত্রনায়িকা পরীমণির। ২০২৫ সালের প্রথম মাসেই কলকাতার সিনেমার আত্মপ্রকাশ ঘটছে এই নায়িকার। ‘ফেলুবক্সী’র মধ্যদিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জানুয়ারি।
‘ফেলুবক্সী’তে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। শুক্রবার (৬ নভেম্বর) রাতে পরীমণি সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন।
নতুন সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরী অবশ্য কিছুই লেখেননি। তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী। ওই পোস্টার থেকে জানা যায়, নতুন বছর ২০২৫ এর শুরুতেই অর্থাৎ ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
থ্রিলার ঘরানার এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তীকে।
যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড
রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে
খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।
সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক দেবরাজ সিনহা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পরীমণি ফেলুবক্সী নতুন অধ্যায়
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh