২০২৪: শোবিজে আলোচিত তিন বিচ্ছেদ

চলতি বছর শেষ প্রান্তে। কাল থেকেই শুরু হচ্ছে নতুন বছর নতুন দিন। এরমধ্যে অনেকেই হিসেবে-নিকেষ করেছেন পাওয়া না পাওয়ার। ২০২৪ সাল শোবিজের জন্যও বেশ গুরুত্বপূর্ন বলা যায়। বছরের শেষ দিনে দেখে নেয়া যাক শোবিজের আলোচতি তিন  বিচ্ছেদ...

মাহিয়া মাহি: চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভে এসে স্বামী রকিব সরকারে সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তখন জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হবে তাদের। এরপর মার্চে এ নায়িকা জানান, গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারের সঙ্গে কাগজ-কলমে বিচ্ছেদ হয়েছে তার। এর আগে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন এ নায়িকা। এ সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে তাদের। দাম্পত্যজীবনের আড়াই বছর হতেই বিচ্ছেদ হয় তাদের।

আরিফিন শুভ:গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্যজীবনের বিচ্ছেদ হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এ নায়কের। গত ৩১ জুলাই রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক বিবৃতিতে এ খবর জানান তিনি। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শুভ। অর্পিতার বাড়ি ওপার বাংলায়।

পরিচালক দীপংকর দীপন:গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে সংযুক্তা মিশুর সঙ্গে বিয়েবিচ্ছেদের বিষয়টি জানান ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা খ্যাত বহুল পরিচিত নির্মাতা দীপংকর দীপন। তখন এ নির্মাতা জানান, পারষ্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh