বছরের শেষ দিনে এসে তোপের মুখে পড়লেন মডেল ও অভিনয়শিল্পী
জান্নাতুল পিয়া। জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হয়ে সমালোচনায় পড়লেন এ গ্ল্যামারকন্যা।
চলমান বিপিএলকে কেন্দ্র করে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ
নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে।
পিয়া একজন পেশাদার আইনজীবীও। তাই বিনোদন অঙ্গন–সংশ্লিষ্টদের
মতে, একজন আইনজীবী হয়ে তিনি কীভাবে একটি জুয়ার অ্যাপ স্পনসর হয়েছে, এমন একটি অনুষ্ঠানের
সঙ্গে যুক্ত হলেন। আইন জানা কেউ যদি এমন করেন, তাহলে আইন না জানা ব্যক্তিরা কী করবেন,
তা নিয়ে বলার অপেক্ষা রাখে না।
পিয়া বলেন, ‘আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট
নিয়ে কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করেছি, যা ক্রিকেট সম্পর্কে
আমার ভালোবাসা প্রকাশ করে । এছাড়া আমি শুধু ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করছি।
এখানে কে স্পন্সর দিল সেটা তো বিষয় না। এর বেশি আর কিছুই বলতে চাই না।’
জানা গেছে, পিয়া জান্নাতুল যে জুয়ার অ্যাপের টি–শার্ট পরে
অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি।
এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, যদি কোনো
ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপ বা ডিভাইস তৈরি করেন
বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন
বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন, তা হবে ঐ ব্যক্তির অপরাধ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জান্নাতুল পিয়া তোপের মুখে জুয়া
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh