জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। এছাড়া জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে। তবে তাহসান খান গণমাধ্যমকে জানান, এখনও বিয়ে হয়নি তার।
তিনি বলেন, কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ সন্ধ্যায় বিস্তারিত জানাব।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার ভাইরাল একাধিক ছবি দেখে নেটিজেনরা এই তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘অবশেষে তাহসান খুঁজে পেলেন চাঁদের আলো’—যা তার জনপ্রিয় গানের সঙ্গে মিলে যায়।
জানা গেছে, রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে ‘রোজা'স ব্রাইডাল মেকওভার’ নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।
তাহসান খান বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন সফল গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত। তার সংগীতজীবনের শুরু ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে, যেখানে শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণ তাকে জনপ্রিয় করে তোলে।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তাহসান ও মিথিলার সম্পর্কের শুরু হয়েছিল ব্ল্যাক ব্যান্ডের একটি আড্ডায়, যেখানে মিথিলা তাহসানের গান শুনতে গিয়ে ধীরে ধীরে তার প্রেমে পড়েন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : তাহসান খান রোজা বিয়ে
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh