বিনোদন রিপোর্ট
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম
গত বছর প্রায় পুরোটা সময় সোশ্যাল মিডিয়ায় চর্চায় ছিলেন জনপ্রিয়
অভিনেত্রী রুনা খান। কাজের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে তাকে নিয়ে বেশি আলোচনা হয়েছে।
তবে নতুন বছরে এসে কাজের নতুন খবর দিলেন অভিনেত্রী।
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জায়গা করে নিয়েছে রুনা খান অভিনীত ‘নীলপদ্ম’সিনেমাটি। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী।
দেশের সবচেয়ে বড় চলচ্চিত্রবিষয়ক আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক
চলচ্চিত্র উৎসব’। আগামী ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। এবারের আয়োজনে
৭৫টি দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।
এবারই প্রথম নয়, এর আগেও ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’-এ রুনা খানের একাধিক ছবি জায়গা করে নিয়েছিলো। যারমধ্যে রয়েছে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ ও সাজেদুল আওয়াল পরিচালিত ‘ছিটকিনি’। ‘হালাদা’ ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কারও জয় করে নেয়।
রুনা খানের ‘নীলপদ্ম’ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ দুদিন প্রদর্শীত হবে। প্রথম শো হবে ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায়, জাতীয় যাদুঘর মিলনায়তনে। পরের শোটি হবে উৎসবের শেষ দিন অর্থাৎ ১৯ জানুয়ারি রবিবার বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ।
এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘আমি দুদিনই উপস্থিত থেকে ছবিটি
দর্শকের সঙ্গে দেখতে চাই। সকল দর্শককে ছবিটি দেখার আমন্ত্রণ জানাই। যতো বেশি দর্শকের
কাছে ছবিটি পৌঁছবে ততোই আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হবে। আমি চাই ছবিটি দেখে দর্শক
তাদের সব ধরনের ফিডব্যাক আমাদের দেবেন।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh