মোশাররফ করিমের কণ্ঠে সিনেমার গান

অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এটি পুরোনো খবর, তবে এবার এ অভিনেতাকে দেখা গেল নতুন ভাবে। নিজের গাওয়া গানে তিনি নিজেই অভিনয় করলেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমা।

আগামী ২৪ই জানুয়ারী সিনেমাটি মুক্তি পাবে। তার আগেই প্রকাশ হলো এ সিনেমার ‘ভালো ভালো লাগে না’ শিরোনামের একটি গান। কণ্ঠ দেবার পাশাপাশি গানটির কথা ও সুরও করেছেন মোশাররফ করিম। এটির সংগীতপরিচালনা করেছেন আশরাফ বাবু। গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

গত ১১ই জানুয়ারি ‘বিলডাকিনি’ ছবির প্রথম পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম। এদিন চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে নির্মাতা ও কলাকুশলীরা যান এমন একটি স্থানে যেখানে চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছিল। অর্থাৎ শুটিং স্পটে দাঁড়িয়েই পোস্টার উন্মোচন করেন সকলে-ঘোষণা করলেন মুক্তিযাত্রা।

পোস্টারে চলচ্চিটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করা মোশারররফ করিমের পাশাপাশি দেখা গেছে পার্নো মিত্রকে। বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় সিনেমাটির কাহিনি।

নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রম ধর্মী কাহিনী অবলম্বনে এটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh