বিনোদন রিপোর্টার
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ এএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ এএম
খাঁচায় বন্দী জনপ্রিয় অভিনেত্রী বুবলী। সোশ্যাল মিডিয়ায়
শনিবার সন্ধ্যায় এভাবেই দেখা গেছে তাকে। কিন্তু কেন খাঁচায় বন্দী হলেন তিনি? এ রহস্য
এখনই জানার কোনো সুযোগ নেই।
বুবলী বর্তমানে ‘পিনিক’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রথমবারের মতো এ সিনেমাতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। শনিবার সন্ধ্যায় প্রকাশ হলো বুবলীর ফার্স্ট লুক পোস্টার। যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা। চোখে রোদচশমা। বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দী।
জানা গেছে, ‘পিনিক’ সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার
চলচ্চিত্র। এ বছরের ঈদুল ফিতরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা
প্রতিষ্ঠানের। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে বুবলীর সহশিল্পী আদর আজাদ। এর আগে তাদের
‘তালাশ’
ও ‘লোকাল’
নামে দুটি ছবিতে দেখা গেছে। পিনিক সিনেমা প্রসঙ্গে
বুবলী জানান, ছবি নির্বাচনের ক্ষেত্রে তিনি এখন অনেক সতর্ক, বেছে বেছে কাজ করছেন। মনের
মতো গল্প না পেলে কাজ করতে রাজি নন তিনি। সে ধারাবাহিকতায় ‘পিনিক’
ছবির গল্পে চুক্তিবদ্ধ হন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বুবলী ফার্স্ট লুক পিনিক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh