বিনোদন রিপোর্ট
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
জনপ্রিয় অভিনেতা ওমর সানী দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে
দাঁড়ালেন। আজ থেকে ঈদের একটি টেলিছবির শুটিং শুরু করেলেন তিনি। নাম ‘ব্ল্যাকমানি’। হাসান
জাহাঙ্গীরের পরিচালনায় এতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে।
ওমর সানী বলেন, ‘অন্ধকার জগতের গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য এটি নির্মিত হচ্ছে। আমি ডিবি পুলিশের ভূমিকায় অভিনয় করছি। অবক্ষয়ের পর বর্তমান প্রেক্ষাপটে ডিবির লোকজন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে তা পর্দায় দেখানো হবে। অনেকদিন পর শুটিং করছি। আমি বারবারই বেছে বেছে কাজ করতে চাই। যে কারণে কম কাজে দেখা যায়। ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব।’
এদিকে, ওমর সানীকে সবশেষ দেখা গেছে মো. ইকবালের ‘ডেডবডি’ সিনেমায়। গেল বছর মুক্তি পাওয়া এই সিনেমায় আরও অভিনয় করেন জিয়াউল রোশান, শ্যামল মাওলা, ভারতীয় মডেল অন্বেষা রায়সহ অনেকে।
অভিনয়ের বাইরে ওমর সানী এখন ব্যস্ত আছেন
তার ব্যবসা নিয়ে। রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে তার ‘চাপওয়ালা’ নামের
রেস্তোরাঁ। শুধু রাজধানীতেই নয়, এর শাখা আছে ঢাকার বাইরেও।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ওমর সানী ব্ল্যাকমানি ঢালিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh