বিনোদন রিপোর্ট
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রীয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বিভিন্ন ইস্যুতে ফেসবুকে নিজের মতামত জানান তিনি। তারই ধারাবাহিকতায় সোমবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের খরচ নিয়ে জানতে চান।
সম্প্রতি বাংলাদেশ সরকার পুলিশ,
র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। শাওন ওই
পোস্টে লেখেন, ‘পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের
নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না সেই প্রশ্নও করব না। নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে
মিলে গেছে—নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সেই কথা মাথায় আসলেও মুখে আনব না।’
তিনি আরো লেখেন,
‘আমার শুধু একটাই কৌতূহল। এই তিন ফোর্সের সবার জন্য কয়েক লাখ সেট
নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো
হবে? সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব না কি অন্য কোনো কোটায়
পাবেন?’
এর আগে গত শুক্রবার (১৭ জানুয়ারি) সড়ক
দুর্ঘটনার শিকার হন শাওন। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে
গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মেহের আফরোজ শাওন হুমায়ূন আহমেদ পোশাক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh