Logo
×

Follow Us

বিনোদন

প্রতিদিন এক ঘণ্টা করে হাঁটি: রুনা খান

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৮:০৯

প্রতিদিন এক ঘণ্টা করে হাঁটি: রুনা খান

রুনা খান। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন রুনা খান।  কলেজ জীবন থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি । ২০১৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন অভিনেত্রী। এর পর থেকে তার বিভিন্ন কাজ  দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে। এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তার অভিনীত ‘নীলপদ্ম’ সিনেমাটি। এই সিনেমা ও নানা বিষয়ে সাম্প্রতিক দেশকালের সঙ্গে কথা বলেছেন তিনি...

অভিনয়ে আসার জন্য আপনাকে প্রথম কী বা কে অনুপ্রাণিত করেছিল?

সত্যি বলতে গেলে, কেউই না।  ছোটবেলা থেকেই সিনেমা দেখতাম, স্কুলে কালচারাল প্রতিযোগিতা হতো, আবৃত্তি, নাচ ও গান । আমিও অংশগ্রহণ করতাম । কলেজ লাইফে যখন ঢাকায় আসি তখন থিয়েটারের সঙ্গে যুক্ত হই। এরপর বন্ধুরা মিলে সিনেমা দেখতে যেতাম, নাটক দেখতাম । আস্তে আস্তে ভালো লাগাটা তৈরি হয়ে যায়। ওইভাবে আমাকে কেউ অনুপ্রাণিত করেনি। 

তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবাই আপনার সৌন্দর্যের প্রশংসা করে, কিভাবে গ্ল্যামার বজায় রেখেছেন?

ঠিক সেভাবে জিমে গিয়ে আমার শরীর চর্চা করা হয় না। প্রতিদিন এক ঘণ্টা করে হাঁটি আর খাবারের ব্যাপার বলতে গেলে আমার ও রকম বাছবিচার নেই । ভাত-মাছ-ডাল সবই খাই।

নতুন বছরে কী আসছে?

তিনটি সিনেমার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। জাহিদ হোসাইনের পরিচালনায় ‘লীলা মন্থন’, মাসুদ পথিকের পরিচালনায় ‘বক’ এবং তৌফিক এলাহীর পরিচালনায় ‘নীল পদ্ম’। এ ছাড়া দুটো ওয়েব সিরিজের কাজ শেষ হয়েছে ‘পাপ কাহিনি’  আর ‘বোহেমিয়ান ঘোড়া’। এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনেক দেশের অনেক ভাষার সিনেমা প্রদর্শনী হয়েছে। বাংলাদেশ থেকেও ১০টি সিনেমা এখানে দেখানো হয়েছে, তবে সেই সিনেমাগুলো এর আগে দেশের হলে মুক্তি পেয়েছে, তারপর অংশগ্রহণ করেছে। আর নীল পদ্ম বাংলাদেশে প্রথম প্রিমিয়ার হয়েছে এই উৎসবের মধ্য দিয়ে ১৫ জানুয়ারি জাতীয় জাদুঘরে সন্ধ্যা ৭টায় এবং ১৯ জানুয়ারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে।

নীল পদ্ম দেশের সিনেমা হলে মুক্তি পাবে কবে?

সিনেমাটি আরো কিছু আন্তর্জাতিক উৎসবে অংশ নেওয়ার কথা আছে এবং তারপর এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেবে, পরিচালক এমনটাই ভেবেছেন।

এমন কোনো অভিনেতা বা পরিচালক আছেন যাদের সঙ্গে আপনার কাজ করার ইচ্ছা আছে, কিন্তু করা হয়নি?

 না আসলে তেমন কেউ নেই। মোটামুটি সব অভিনেতা, পরিচালক; সবার সঙ্গেই আমি কাজ করেছি।

কোনো কাজ হাতে নিতে গেলে প্রথমে আপনি কি দেখেন গল্প চরিত্র নাকি অন্য কিছু?

আসলে চরিত্রটাই প্রথমে দেখা হয়, তবে ভালো গল্প অবশ্যই প্রায়োরিটি পায়। একটি কাজ করার সময় সব কিছু ভালো না হলে সে কাজটি পরিপূর্ণতা পায় না। 

হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিনোদন জগতে কোনো পরিবর্তন লক্ষ করছেন কি?

আমি রাজনীতির কেউ না। এই বিষয়ে কথা বলতে সে রকম  স্বা”ছন্দ্যবোধ করি না। তবে হ্যাঁ প্রথম দুই-তিন মাস কাজ একদমই বন্ধ ছিল, ডিসেম্বর নাগাদ অব¯’া ভালো হওয়া শুরু করে। এখন স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫