নতুন বছরেও দর্শক খরায় প্রেক্ষাগৃহ

নতুন বছরে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাই প্রেক্ষাগৃহে সুবাতাস নিয়ে আসতে পারেনি। নতুন বছরটা মন্দা দিয়েই শুরু বলা যায়।

বছরের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’ সিনেমাটি। এর পরের সপ্তাহে আসে অনন্য মামুনের ‘মেকআপ’ সিনেমা। দীর্ঘদিন এটি নিষিদ্ধ থাকার পর অবশেষে এটি মুক্তি পেয়েছে। তারপর মুক্তি পেয়েছে ‘কিশোর গ্যাং’ শিরোনামের আরো একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন আবদুল মান্নান।

গত ২৪ জানুয়ারি মুক্তি পেয়েছে আলোচিত দুটি সিনেমা। এর মধ্যে একটি হলো অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’। এর আগে তিনি ‘আয়নাবাজি’ নির্মাণ করে দারুণ সাড়া ফেলেন। এ সিনেমাটি নিয়েও তাই তার কাছে অনেকের প্রত্যাশা বেশি ছিল

যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত সিনেমাটি ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে মুক্তি দেওয়া হয়নি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।

অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’

একই সপ্তাহে মুক্তি পেয়েছে ‘বিলডাকিনি’ শিরোনামের আরো একটি সিনেমা। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সঙ্গে ওপার বাংলার পার্নো মিত্র। ভারতের পশ্চিমবঙ্গে ‘বেডরুম’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’ ও ‘রাজকাহিনী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি পেয়েছেন তিনি। এ ছাড়া বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেও হয়েছেন আলোচিত। ফের দেশের প্রেক্ষাগৃহে দেখা গেছে তাকে। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেন ফজলুল কবীর তুহিন। আলোচিত এ দুটি সিনেমাও দর্শকের মন ভরাতে পারেনি।

সিনেমা সংশ্লিষ্টদের মতে, প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখার জন্য যে ধরনের সিনেমার প্রয়োজন তেমন সিনেমা মুক্তি পাচ্ছে না। নতুন বছরের শুরুতে বড় বাজেট ও জনপ্রিয় কোনো তারকার সিনেমা মুক্তি পেলে চিত্রটা হয়তো অন্য রকম হতো বলে তারা মন্তব্য করেন। এ ছাড়া নতুন বছরে এর মধ্যে যে কটি সিনেমা মুক্তি পেয়েছে কোনোটিই প্রেক্ষাগৃহে দর্শক ফেরানোর মতো না দাবি তাদের। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh