নতুন গুঞ্জনে পরীমনি

ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের দায়ের করা মারধর ও হত্যাচেষ্টার মামলায় ঢাকার সিজেএম আদালত গতকাল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এরপর তিনি আদলত থেকে জামিন নেন। তবে তার জামিনদারের স্বাক্ষর হিসেবে দেখা যায়  তরুণ গায়ক শেখ সাদীকে।

এরপর থেকে তাদের দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠেছে। অবশ্য এর আগেও তাদের দুজনকে একসঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে।

পরীমণির ফেসবুক পেজে দেখা যায়, চার দিন আগে শেখ সাদীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে পরীমণি লিখেছেন, ‘...পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো...।’ এ ছাড়া ১৩ জানুয়ারি পরীমণির ফেসবুক পেজে শেখ সাদীর আরও একটি ভিডিও প্রকাশ পেয়েছে। একই দিন শেখ সাদীর আরও একটি ভিডিও পরীমণির ফেসবুক পেজে প্রকাশ পায়। একটি ভিডিওতে পরীর ছেলে রাজ্যর সঙ্গে শেখ সাদীকে খুনসুটি করতে দেখা যায়।

উৎসুক সাংবাদিকরা এ নিয়ে সম্প্রতি প্রশ্নও করে বসেন শেখ সাদীকে। পরীর সঙ্গে তার কী সম্পর্ক? সেটা নিয়ে সহজ করে না বলে এক ধরনের ধুম্রজাল সৃষ্টি করেন তার উত্তরে। তিনি সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন। এতে করে পরীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। অনেকেই ভাবছেন, পরীর সঙ্গে যদি সহজ কোন সম্পর্ক থাকতো তাহলে তিনি সেটা কিছুতেই এড়িয়ে যেতেন না। হয়তো এমন কোন সম্পর্ক রয়েছে যা তিনি এখনই প্রকাশ করতে চান না।

 

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh