বিনোদন রিপোর্ট
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ পিএম
আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম
জনপ্রিয় অভিনেত্রী পপি নিখোঁজ কিংবা আড়ালে এমনটাই গত কয়েক
বছর সবাই জেনে আসছে। ঠিক কী কারণে অভিনেত্রী নিজেকে লুকিয়ে রেখেছেন এটি কারো জানা নেই।
এরমধ্যে গুঞ্জন ওঠে তিনি বিয়ে করে সংসারী হয়েছেন।
তবে এবার তাকে নিয়ে নতুন খবর এলো। তার বিরুদ্ধে থানায় জিডি করেছে নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়েছে।
জিডির সূত্র ধরে জানা যায়,
পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর ১২টা ৩০
মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা
দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর পাঁচ-ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।
পপির
বোন ফিরোজা পারভীন বলেন, আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর
ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া
আমরা সবাই এক আছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh