বিনোদন রিপোর্ট
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম
আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৪ পিএম
দীর্ঘদিন পর খবরের শিরোনামে এলেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি।
তার বিরুদ্ধে থানায় জিডি করেন বোন ফিরোজা পারভীন।
জিডির সূত্র ধরে জানা যায়,
পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা সাড়ে ১২টায় দিকে
সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন।
বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী
ঢালিউডের অনিন্দ্য সুন্দরী এ নায়িকা দীর্ঘ পাঁচ বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। তবে এরমধ্যে প্রকাশ্যে এলো তার সন্তান ও স্বামীর ছবি।ছবিতে দেখা যায়, সন্তানের জন্মদিন পালন করছেন পপি ও স্বামী।
পপির মা জানান,
নায়িকা তার সন্তানের নাম রেখেছেন আয়াত। প্রথম সন্তানের বয়স প্রায়
চার বছর। আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং
ডিরেক্টর। রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা। বর্তমানে
স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh