গত বছর ২০ ডিসেম্বর মেহজাবিন চৌধুরীর প্রথম
চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ সিনেমা হলে মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচক ও দর্শক
উভয়ের কাছে প্রশংসিত হয়েছে ।
আগামীকাল রাত ৮টায় ‘প্রিয় মালতী’ ওটিটি
প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে, এই বিষয়ে নিশ্চিত করেছে
প্রতিষ্ঠানটি।
বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘প্রিয়
মালতী’ সিনেমায় মেহজাবিন মালতী রানী দাসের চরিত্রে অভিনয় করেছেন। নববিবাহিতা মালতী,
যার স্বামী পলাশ কুমার দাস, অভাবের সঙ্গে লড়াই
করে জীবন ধারণের চেষ্টা চালায়। শহরের অন্যান্য দম্পতির মতোই তাদের সংসারেও
টুকিটাকি ঝগড়া ও সুখ-দুঃখ ছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু
একদিন বাজারের আগুনে তাদের সাদামাটা জীবনের মোড় ঘুরে যায়।
পরিচালক ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত বলেন,
‘মালতী অর্থনৈতিক, সামাজিক ও মানসিক কষ্টের
মধ্য দিয়ে যাওয়ার শক্তি ও সংগ্রামের প্রতিচ্ছবি। তার গল্প দেশের হাজার হাজার
নারীর প্রতিরূপ। আমাদের সিনেমা সমাজে ব্যাপকভাবে প্রচলিত অনেক অনৈতিক চর্চাকে
প্রশ্নবিদ্ধ করে।‘
ছবিটিতে আজাদ আবুল কালাম,
শাহজাহান সম্রাট, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী এবং আরও অনেকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মেহজাবিন প্রিয় মালতী শঙ্খ দাশগুপ্ত চরকি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh