বিনোদন রিপোর্ট
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম
নায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই
লোকচক্ষুর আড়ালে। তবে এবার হঠাৎ ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এই অভিনেত্রী। তার
বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করে থানায় জিডি করেছেন পরিবারের সদস্যরা।
আজ দুপুরে গণমাধ্যমে এ বিষয়ে মুখ খোলেন পপি।
তিনি বলেন, ‘২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে
কাজ করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা
বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে
পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের আমি লালনপালন করেছি তাদের কাছেই একজন অযোগ্য মানুষ।
আমি যখন ইনকাম করেছি, তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন
মানুষ ছিলাম। এখন তাদের দিতে পারি না তাই আমি এখন তাদের কাছে শত্রুর মত।‘
জমি দখলের বিষয়ে পপি বলেন,
‘আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো
মিথ্যা ও বানোয়াট। তারা অসত্য একটি বিষয়কে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে।‘
কান্নাজনিত কণ্ঠে পপি আরও বলেন,
‘আমি একজন শিল্পী, আমি তো ভূমিদস্যু নই। আমি
যে এতো বছর উপার্জন করেছি। তারা আমার সঙ্গে বেঈমানি করেছে। আমার সব আয় করা অর্থ
তারা নিয়ে নিয়েছে। আমার টাকায় কেনা সম্পত্তি কোনোটাই আমার নামে ছিল না। সব ছিল
আমার ভাইবোনের নামে। কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি বরং হিংস্র প্রাণীর
চেয়ে বেশি কিছু হয়েছে।‘
পপি তার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন,
‘আমার আপন ভাই-বোন আমাকে একের পর এক নির্যাতন করেছে। তারা আমাকে
শারীরিক নির্যাতন করতেও বাদ দেয়নি। আমার টাকা চুরি করে আমাকেই মারার পরিকল্পনা
করেছিল তারা। এমনকি আমাকে খুন করে ফেলার জন্য খুনিকে টাকাও দিয়েছে।‘
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পপি খুন জমি দখলের অভিযোগ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh