রিকশাওয়ালাদের জন্য 'রিকশা গার্ল'-এর বিশেষ প্রদর্শনী

ঢাকার রিকশাওয়ালাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ১০০ জন রিকশাচালককে রিকশা গার্ল চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সিনেমাটি রিকশাচালকদের জীবন ও সংগ্রামের প্রতিচ্ছবি।

আগামীকাল (১১ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের জয় সিনেমা হলে বিকাল ৪টায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।  অনুষ্ঠানে রিকশাচালক ছাড়াও সিনেমার পরিচালক ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এই প্রদর্শনীর আয়োজন করেছে। চলচ্চিত্রটি রিকশাচালকদের সংগ্রাম ও আত্মত্যাগের গল্প তুলে ধরে, তাই তাদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গ।

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রিকশা গার্ল নাইমা নামের এক তরুণ শিল্পীর গল্প বলে, যে ছবি আঁকতে ভালোবাসে। যখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়।  ছবি এঁকে রোজগার করতে না পেরে, পরিবারের ভরণপোষণের জন্য অনিচ্ছায় রিকশা চালাতে শুরু করে সে। নাইমার স্বপ্ন যখন বাস্তবতার মুখোমুখি হয়, তখন গল্পে নতুন মোড় আসে। প্রশ্ন জাগে, কীভাবে সে তার স্বপ্ন পূরণ করবে?

মার্কিন লেখিকা মিতালি পারকিন্সের উপন্যাস ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনা।

চলচ্চিত্রে নাইমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র ছাড়াও অনেকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh