Logo
×

Follow Us

জেলার খবর

দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ১৫:৩৭

দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম মহানগরের ইস্টার্ন ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের মহানগরের হালিশহরে ইস্টার্ন ব্যাংক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা। 

তিনি বলেন, বড়পোল মোড়ে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক কারণে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫