শেরপুরে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ২২:০৪

শেরপুর জেলার মানচিত্র।
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার দাউধারা কাটাবাড়ি সীমান্ত এলাকায় বন্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ২৮ বছর বয়সী এক যুবক মারা গেছেন।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কাটাবাড়ি এলাকার শান্তির বাড়ি গোপ (দোদুলের পুকুর) নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শরিফ মিয়া স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিমের ছেলে।
এলাকাবাসী জানান, নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড়ি সীমান্ত এলাকা বারোমারী ইসলামিক মিশনের উত্তরে ঠিক পূর্ব পশ্চিমে শান্তির বাড়ি গোপ (দোদুলের পুকুর) এলাকায় ভারত থেকে একদল বন্যহাতি প্রবেশ করে ক্ষেতের ধান খেতে থাকে। এ খবরে মুহূর্তেই উৎসুক জনতার ঢল নামে সেখানে। সে সময় স্থানীয়রা ওই হাতির দলকে উদ্দেশ্য করে ঢিল ছুড়া ছুড়তে থাকে। এক পর্যায়ে বন্যহাতি তাদের তাড়া করা শুরু করে। তখন শরীফ পাহাড়ের উপরে উঠতে গিয়ে পা ফসকে হাতির পায়ের কাছে পড়ে যান। পায়ের কাছে শরীফ আসতেই একটি হাতি পা দিয়ে পিষ্টে মেরে ফেলে তাকে।
তারা আরো জানান, এ ঘটনার প্রায় এক ঘণ্টার বেশি সময় পর সময় ওই হাতির দলকে তাড়া করে বিদায় করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে শরীফের মরদেহ উদ্ধার তার বাড়িতে নিয়ে আসা হয়।
নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।