
বাম্পার ফলনে খুশি কৃষক। ছবি: প্রতিনিধি
কুষ্টিয়ায় এবার সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি। হলুদ ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। আবহাওয়া ভালো থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। কুষ্টিয়ায় এবার মাঠের পর মাঠ সরিষার আবাদ দেখা গেছে।
মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সরিষা চাষি ফরজ আলী জানান, গত বছর এক বিঘা জমিতে সরিষার চাষ করে লাভবান হওয়ায় এ বছর তিন বিঘায় সরিষা চাষ করেছেন। সরিষার ফুল দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে।
স্থানীয় দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, উচ্চ ফলনশীন জাতের সরিষা চাষে কৃষকদের ব্যাপকভাবে উদ্বুদ্ধ করায় এ বছরও এর চাষ বেশি হয়েছে।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বছর ১১০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল। আড়াই হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা গত বছর ভালো মূল্য পাওয়ায় ও কৃষি অফিস থেকে ১৭৬০ কৃষককে বিনামূল্যে ভালো জাতের বীজ দেওয়ায় সরিষার চাষাবাদ বেড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হায়াত মাহমুদ জানান, চলতি মৌসুমে কুষ্টিয়ায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ হাজার ৯২২ হেক্টর। চাষ হয়েছে ১১ হাজার ৬৪৫ হেক্টর। তবে এবার মৌসুমের শুরুতে আবহাওয়া অনুক‚লে থাকায় গত বছরের চেয়ে সরিষা চাষ কিছুটা বেশি হয়েছে।