Logo
×

Follow Us

জেলার খবর

ট্রলিচাপায় অটোরিকশা চালক নিহত

Icon

ভোলা প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১৬:২৩

ট্রলিচাপায় অটোরিকশা চালক নিহত

ভোলা জেলার মানচিত্র। ফাইল ছবি

ভোলায় মালবাহী ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘ‌র্ষে মো. সে‌লিম (৩০) না‌মে এক অটোরিকশা চালক নিহত হ‌য়ে‌ছেন। এসময় অটোরিকশায় থাকা এক যাত্রী আহত হ‌য়েছেন। তিনি ভোলা সদর হাসপাতা‌লে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন।

আজ র‌বিবার (৮ জানুয়া‌রি) দুপুরে ভোলা সদর উপ‌জেলার ভেদু‌রিয়া ইউ‌নিয়‌নের ব‌্যাং‌কেরহাট বাজার সংলগ্ন সড়‌কে এঘটনা ঘ‌টে। 

নিহত সে‌লিম ভোলা সদর উপ‌জেলার ভেলু‌মিয়া ইউ‌নিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের গাজীর চর এলাকার মো. না‌ছির মা‌ঝির ছে‌লে।

পুলিশ ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সে‌লিম গাজীর চর থে‌কে যাত্রী নি‌য়ে ব‌্যাং‌কেরহাট বাজা‌রে আস‌ছিলেন। এসময় ভোলা থে‌কে চাল বোঝাই এক‌টি ট্রলি ভেলু‌মিয়া বাজারে যা‌চ্ছিল। অটোরিকশাটি ব‌্যাং‌কেরহাট বাজার সংলগ্ন সড়‌কে উঠ‌লে দ্রুতগামী ট্রলি‌টির সা‌থে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই অটোরিকশা চালক মারা যান এবং অটোরিকশায় থাকা এক যাত্রী আহত হ‌য়। তিনি ভোলা সদর হাসপাতা‌লে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন।

ভেলু‌মিয়া পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে পৌঁছে নিহ‌তের লাশ উদ্ধার ক‌রি। এছাড়াও ট্রলিটি‌কে জব্দ করা হ‌য়ে‌ছে চালক পলাতক র‌য়ে‌ছে। তা‌কে আটকের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫