Logo
×

Follow Us

জেলার খবর

বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১৫:৫৮

বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

সাতক্ষীরা জেলার মানচিত্র। ফাইল ছবি

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় ফকির আহম্মদ শাহ (৫৯) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।  আজ মঙ্গলবার (১০জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা খুলনা-মহাসড়কের ভৈরব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ফকির আহম্মদ শাহ পাটকেলঘাটা হারুর-অর-রশিদ কলেজের বাংলা বিভাগের সহাকারী অধ্যাপক ছিলেন।

প্রতক্ষদর্শী হারুন-অর-রশিদ কলেজে প্রভাষক নাজমুল হক জানান, সকালে মহেন্দ্রা যোগে কলেজ আসছিলেন ফকির আহম্মদ।  পথিমধ্যে ভৈরব নগর মোড়ে আসলে সাতক্ষীরা থেকে খুলনা গামী একটি বাস মহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মহেন্দ্র উল্টে খাদে পড়ে গুরত্বর আহত হন ফকির আহম্মদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্তার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্তায় দুপুর ১টা ২০মিনিটের দিকে মৃত্যু হয় তার। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘাতক বাসটি থানা হেফাজতে রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫