Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১৩:৪৩

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

টেকনাফে উদ্ধার হওয়া আইস ও ইয়াবা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ৬৭ লাখ টাকা বলে জানা গেছে।

আজ বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নাফ নদীর হ্নীলা পয়েন্ট থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, হ্নীলা বিওপির সীমান্ত সুরক্ষা টহল চলার সময় বিআরএম ১৩ এবং ১৪-এর মাঝ বরাবর চাম্পারঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশকালে একদল চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি।

এসময় তারা পালিয়ে গেলেও ফেলে যায় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ। যার মধ্যে এক কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। 

উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য পাঁচ কোটি ৬৭ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫