Logo
×

Follow Us

জেলার খবর

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১৬:৩০

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

আকবর আলী। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের মুক্তাগাছার জয়দা গ্রামের বড়া ভাই মো. আক্তার আলীকে হত্যা মামলায় ছোট ভাই আকবর আলীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। সেই সাথে আকবর আলীর দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

মামলার বিবরণে রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আবুল হাসেম জানান, ময়মনসিংহের মুক্তাগাছা জয়দা গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই ভাই মো. আক্তার আলী ও ছোট ভাই আকবর আলীর প্রায় প্রতিদিন কলহ হয়। ঘটনার দিন ২০১৬ সালের ৩১ জুলাই রাত ৩টার দিকে বড় ভাইয়ের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করেন। গুরুতর অবস্থায় বড় ভাই মো. আক্তার আলী মাটিতে লুটিয়ে পড়ে। আক্তার আলীর ছেলে মো. শফিকুল ইসলাম চিৎকার দিলে আশেপাশের প্রতিবেশিরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আপন ভাইকে হত্যার অপরাধে ছোট ভাইকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। পরদিন শফিকুল মুক্তাগাছা থানায় চাচা আকবর আলীকে আসামি করে মামলা দেয়। জামিনে মুক্ত থাকা আকবর আজ আদালতে উপস্থিত হলে আদালত তার উপস্থিতিতে এ আদেশ দেন।

মামলাটিতে ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বিজ্ঞ বিচারক আকবর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী শিব্বির আহমেদ লিটন বলেন, মামলায় ন্যায় বিচার পায়নি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫