Logo
×

Follow Us

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১৯:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর

ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠান। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর-শিবপুর-রাধিকা সড়কের অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপার চররাস্তা মোড় প্রাঙ্গণে নবীনগর ৫ আসনের সাংসদ এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি থেকে চেক হস্তান্তর করেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসানুল হক শিপন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ওই সড়কের ১৯ জন ভূমি মালিকদের মাঝে ছয় কোটি ২২ লাখ ৩৬ হাজার চারশ ৫৮ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫