জনকল্যাণমূলক তথ্য তুলে ধরার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১৯:২৮
বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: গাজীপুর প্রতিনিধি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জনকল্যাণমূলক তথ্য ও সমাজের বার্নিং ইস্যু সাংবাদিকদের তুলে ধরতে হবে। যা সরকারে উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কালিয়াকৈরে প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, কারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণের কারণে নদী-নালা ও খাল বিলের পানিও নষ্ট হয়ে গেছে। এমনকি রাস্তা দিয়ে চলাচল করতে অনেক সমস্যার সৃষ্টি হয়। এসব বিষয়ে সাংবাদিকরা তুলে ধরলে সরকার দ্রুত পদক্ষেপ নিতে পারবেন।
কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুরাদ কবীর, উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ স্থানীয় নেতাকর্মীরা।