Logo
×

Follow Us

জেলার খবর

অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ২১:৪৭

অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: রংপুর প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে কিনা বলতে পারবো না তবে দাম যাতে না বাড়ে সে ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ রবিবার (২২ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর মাঠে বাণিজ্য মেলা উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, এবার রমজান মাসে এককোটি পরিবারকে দুবার সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য কার্ডধারীদের মাঝে বিক্রয় করা হবে। এতে করে সাধারণ মানুষ উপকৃত হবে। 

রমজান মাস এলেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এবার আগাম বলে তাদের সতর্ক করতে চাই না, তবে ওই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

গ্যাসের দাম বাড়ানোর কারণে এর প্রভাব পড়বে বলে স্বীকার করে মন্ত্রী বলেন, কিছু কিছু আইটেমের দাম বাড়বে এতে কিছু করার ছিল না। এতদিন গ্যাসের ব্যাপারে সাবসিডি দেয়া হচ্ছিল সেটা প্রত্যাহার করে নেয়া হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫