Logo
×

Follow Us

জেলার খবর

বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে: পরশ

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ২০:৫৩

বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে: পরশ

বক্তব্য রাখছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। ছবি: প্রতিনিধি

বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়। সত্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। বিভ্রান্তি আর প্রোপাগান্ডার রাজনীতি করে লাভ হবে না। ক্ষমতার লোভের অপরাজনীতি বন্ধ করেন।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরশ বলেন, বিএনপি সোজা ক্ষমতায় যেতে চায়। তারা ইস্যুভিত্তিক রাজনীতি করে না। বিএনপি নেতারা বলে দেশের জনগণ নাকি তাদের সাথে; কিন্তু দেশের জনগণ আমাদের সাথে রয়েছে। প্রমাণ করতে হবে দেশের জনগণ কাদের সাথে হবে। শুধু তর্ক করলে হবে না। নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে দেশের জনগণ কার সাথে।

যুবলীগ চেয়ারম্যান বলেন, আ.লীগ চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমাদের ক্ষমতার লিপ্সা নেই। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্বে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে মর্যাদাপূর্ণ স্থানে নিয়েছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নের অর্জনসমূহকে ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫